হাবিপ্রবিতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১১:২৫ পিএম


হাবিপ্রবিতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 
ছবি : আরটিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানমসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ঈদ উপহার বিতরণ সম্পর্কে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও ঈদ সামগ্রী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ তাদের সংগঠন পরিচালনা করে থাকে। এখন সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর কিছুদিন পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দরিদ্র ও অসচ্ছল কিছু পরিবারের মুখে হাসি ফোটানো এবং ঈদ আনন্দে শামিল করার লক্ষ্যেই আমাদের এ ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission